• Mon. May 20th, 2024

Channelstarbd

সত্যের সন্ধানে অবিরাম যাত্রা


বিজ্ঞাপনঃ

💠 বিয়ের জন্য বাজেটের মধ্যে মানসম্পন্ন ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সেবা খুঁজছেন? Shopno Art Videography & photography দিচ্ছে বাজেটের মধ্যে মানসম্পন্ন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সেবা ছোট, বড় সকল ধরনের অনুষ্ঠানের যোগাযোগ করুন এই নাম্বারে Call: 01827123395 - 01619950681 💠 অনিক টেলিকম , এখানে, এন্ড্রয়েড মোবাইল সেট ,হেডফোন,মোবাইল ব্যাটারী,চার্জার, ফোটোকপি,বিকাশ,নগদ রকেট, ফ্লেক্সিলোড,সহ যাবতীয় নিত্য নতুন প্রয়োজনীয়, জিনিস বিক্রয় করা হয়,প্রোপ্রাইটর,অনিক দে, মোবাইল নং-01814321411 যোগাযোগ -হামজার বাগ, হামজাখাঁ লেইন,তিন -রাস্তামোড়, পাঁচলাইশ, চট্টগ্রাম 💠 Channel Star BD সাংবাদিক নিয়োগ: চট্টগ্রাম থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল Channel Star BD News ও Channel Star BD Tv এর জন্য সারা দেশ থেকে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হইবে। সর্ব নিম্ন এইচ,এস,সি পাশ এবং কাজ করতে আগ্রহী প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। যাদের পূর্ব সাংবাদিকতার অভিজ্ঞতা, নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার আছে এমন ব্যক্তিরাই অগ্রাধিকার ভিত্তিতে আবেদনের প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। পূর্নাঙ্গ বায়োডাটা ,ছবি ও মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দিন এই ই-মেইলে: ChannelStarbd@gmail.com মোবাইল নং- 01866736804, ChannelStarbd@gmail.com 💠 জে.এম বিউটি পার্লার #যে_কোন_চুলে_মিল্ক_সাইনিং_রিবন্ডিংমাত্র ২৫০০ টাকা তিন দিন পর এর হেয়ার টির্টমেন্ট ফ্রী #যে_কোন_ফেসিয়াল_মাত্র_৫৫০_টাকা । #হারবাল_ফেইস_পলিশ_ফ্রি #মেনিকিউর+পেডিকিউর#মাত্র_৭৫০টাকা #সাথে_গ্লো_প্যাক_ফ্রী সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে সার্ভিস দেয়া হয়। এখনই কল করুন এই নাম্বারে 📞 01822261885 আর আপনার বুকিং বুঝে নিন। অবশ্যই প্রি বুকিং করে সার্ভিস নিতে আসতে হবে। #লোকেশন--হামজার বাগ, হামজাখাঁ লেইন,তিন -রাস্তামোড়. কবির হাউজিং সোসাইটি অপরজিটে, চট্টগ্রাম💠 সৌদি আরবে প্রবাসীদের জন্য নির্ভীকভাবে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল এজেন্সী, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানের জন্য বাংলাদেশে ট্রাভেল এজেন্সী ২৪ ঘন্টা খোলা আছে, আপনার যে কোন সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন বাংলাদেশ ট্রাভেল এজেন্সীতে। শুভেচ্ছান্তে আইয়ুব হাসান খান (মহাপরিচালক)

আজকের সর্বশেষ আপডেট (Channel Star BD)

ঐতিহ্য চুলায় আজ আধুনিকতার শিরে তাজ।

পোস্ট টি শেয়ার করুন

সরোয়ার,চট্টগ্রাম।

সামাজিক অবক্ষয়ের চরম পর্যায়ে আজ,আমাদের যুব সমাজ,হাজার বছরের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান আজ শুধুমাত্র লোক দেখানো trend এর কারণে পথে নামতে বাধ্য হয়েছে।২০০৪ সালে মার্ক জুকারবার্গ এর হাত ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পথচলা।তারপর থেকেই পর্যায়ক্রমে ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ ২০১৬ সালে টিকটক ইত্যাদি পরিচিত হয়ে উঠে তরুণদের কাছে,লক্ষ লক্ষ লাইক কমেন্ট এসবের বশবর্তী হয়ে সরাজ্ঞান করতে যখন ব্যস্ত, তখনই ফেসবুকে নিজের গায়ে হলুদের পোশাকে দল নিয়ে রাস্তার শো-অফ করতে দেখা যায় এক রমণীকে,যশোর শহর প্রদক্ষীণ করতে সবার পরিচিত ড্রিমি আপু।যদিও ব্যাপারটি নিজের স্বাধীনতা আর ট্রেন্ড প্রকাশে করতে চেয়েছেন। তবে তা ব্যাপক সমালোচিত হয়েছে মুসলিম সমাজে,কারো কারো মতে এই ধরনের বেপরোয়া আচরণের কারণেই নারী সমাজ আজ হুমকির মুখে,আবার কেউ কেউ মনে করেন নিজেকে ভাইরাল করার জন্য এই প্রচেষ্টা পরবর্তী প্রজন্মকে কালচার অনুসরণে প্রভাবিত করবে। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি রয়েছে যা অত্যন্ত মনোরম,সাবলীল তা ছেড়ে যুবসমাজ বিদেশি কালচারে নিজেদের রাঙ্গাতে গিয়ে দেশের সংস্কৃতি প্রায় ভূলতে বসেছে।

Print Friendly, PDF & Email
One thought on “ঐতিহ্য চুলায় আজ আধুনিকতার শিরে তাজ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *