• Mon. May 20th, 2024

Channelstarbd

সত্যের সন্ধানে অবিরাম যাত্রা


বিজ্ঞাপনঃ

💠 বিয়ের জন্য বাজেটের মধ্যে মানসম্পন্ন ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সেবা খুঁজছেন? Shopno Art Videography & photography দিচ্ছে বাজেটের মধ্যে মানসম্পন্ন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সেবা ছোট, বড় সকল ধরনের অনুষ্ঠানের যোগাযোগ করুন এই নাম্বারে Call: 01827123395 - 01619950681 💠 অনিক টেলিকম , এখানে, এন্ড্রয়েড মোবাইল সেট ,হেডফোন,মোবাইল ব্যাটারী,চার্জার, ফোটোকপি,বিকাশ,নগদ রকেট, ফ্লেক্সিলোড,সহ যাবতীয় নিত্য নতুন প্রয়োজনীয়, জিনিস বিক্রয় করা হয়,প্রোপ্রাইটর,অনিক দে, মোবাইল নং-01814321411 যোগাযোগ -হামজার বাগ, হামজাখাঁ লেইন,তিন -রাস্তামোড়, পাঁচলাইশ, চট্টগ্রাম 💠 Channel Star BD সাংবাদিক নিয়োগ: চট্টগ্রাম থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল Channel Star BD News ও Channel Star BD Tv এর জন্য সারা দেশ থেকে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হইবে। সর্ব নিম্ন এইচ,এস,সি পাশ এবং কাজ করতে আগ্রহী প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। যাদের পূর্ব সাংবাদিকতার অভিজ্ঞতা, নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার আছে এমন ব্যক্তিরাই অগ্রাধিকার ভিত্তিতে আবেদনের প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। পূর্নাঙ্গ বায়োডাটা ,ছবি ও মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দিন এই ই-মেইলে: ChannelStarbd@gmail.com মোবাইল নং- 01866736804, ChannelStarbd@gmail.com 💠 জে.এম বিউটি পার্লার #যে_কোন_চুলে_মিল্ক_সাইনিং_রিবন্ডিংমাত্র ২৫০০ টাকা তিন দিন পর এর হেয়ার টির্টমেন্ট ফ্রী #যে_কোন_ফেসিয়াল_মাত্র_৫৫০_টাকা । #হারবাল_ফেইস_পলিশ_ফ্রি #মেনিকিউর+পেডিকিউর#মাত্র_৭৫০টাকা #সাথে_গ্লো_প্যাক_ফ্রী সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে সার্ভিস দেয়া হয়। এখনই কল করুন এই নাম্বারে 📞 01822261885 আর আপনার বুকিং বুঝে নিন। অবশ্যই প্রি বুকিং করে সার্ভিস নিতে আসতে হবে। #লোকেশন--হামজার বাগ, হামজাখাঁ লেইন,তিন -রাস্তামোড়. কবির হাউজিং সোসাইটি অপরজিটে, চট্টগ্রাম💠 সৌদি আরবে প্রবাসীদের জন্য নির্ভীকভাবে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল এজেন্সী, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানের জন্য বাংলাদেশে ট্রাভেল এজেন্সী ২৪ ঘন্টা খোলা আছে, আপনার যে কোন সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন বাংলাদেশ ট্রাভেল এজেন্সীতে। শুভেচ্ছান্তে আইয়ুব হাসান খান (মহাপরিচালক)

আজকের সর্বশেষ আপডেট (Channel Star BD)

রাঙ্গুনিয়া যুবলীগের কমিটিতে স্থান পেলেন ছাত্র ও যুব সংগঠক সাঈদ মাহমুদ রনি।

পোস্ট টি শেয়ার করুন

#রাঙ্গুনিয়া যুবলীগের কমিটিতে স্থান পেলেন ছাত্র ও যুব সংগঠক রনি।
__________________________________
#রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের কমিটিতে সাঈদ মাহমুদ রনিকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

গতকাল রোববার (৩ এপ্রিল) রাতে উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে। শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যম ছেঁয়ে গেছে।

উল্লেখ্য তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি পদে দায়িত্বরত রয়েছেন। তাঁর নেতৃত্বে ইতিমধ্যে রাঙ্গুনিয়ার মধ্যে সাড়া ফেলেছে এই সংগঠনটি।

সাঈদ মাহমুদ রনি পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের মরহুম মোহাম্মদ আলী তালুকদার এর সন্তান। স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতি শুরু করেন রনি।পদুয়ার এই কৃতি সন্তান রাজনীতির পাশাপাশি অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।

এক প্রশ্নের জবাবে সাঈদ মাহমুদ রনি জানান, কোন কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনা, আমার পরিবারের সবাই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থেকে জনসেবা করে যাচ্ছেন। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী।

দেশের মানুষের কল্যানে তথা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে রাজনীতি করছি। ইতিপূর্বেও দলের জন্য নিবেদিত ছিলাম, আগামীতেও থাকবো। যুবলীগের যে মহান দায়িত্ব আমাকে দিয়েছেন সে দায়িত্ব পালনের পাহাড়াদার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো।

তিনি তথ্য-সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা ড. হাছান মাহমুদ এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সিঃ সহ-সভাপতি খালেদ মাহমুদ, রাঙ্গুনিয়া যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল নেতাকর্মীদের এবং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ সহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) উৎস দাশ তার অভিনন্দন বার্তায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে অতিতের মতো আগামীতেও নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনসেবায় স্বতন্ত্র স্বাক্ষর রাখবেন বলে আমার বিশ্বাস।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *